অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফেনীতে খুশির দিনে শোকের মাতম

সৌরভ পাটোয়ারী, ফেনী : এক দিকে একই পরিবারের ভাই-বোন এক সাথে হজ্বের উদেশ্যে মক্কায় যাওয়া অপরদিকে নিজ দেশে পবিত্র ঈদুল আযাহা, এমন পরিস্থিতিতে যেখানে আনন্দে হুড়াহুড়ি করার কথা সেখানে এখন চলছে শোকের মাতম।
মক্কার মিনায় পাথর ছুড়তে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু বরণ করলেন ভাই নুর নবী ও বোন তাহেরা বেগম। এভাবে সৌদি আরবে নিহত ফেনীর সোনাগাজীর তিন হাজীর বাড়িতে খুশির বিপরীতে চলছে শোকের মাতম ।

মৃত্যুর খবর আসার পর থেকে ঈদের পরেও চোখের জল ফেলতে ফেলতে নিজের হতাশার কথা জানাচ্ছিলেন সৌদি আরবে হজ্বে পদদলিত হয়ে নিহত তাহেরা বেগমের ছোট ছেলে সাইফুদ্দিন সুমন। ঈদের আগের দিন সন্ধ্যায় সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের আবদুল হামিদ মিয়া বাড়ির মাষ্টার নুরুল হকের স্ত্রী তাহেরা বেগমকে হারিয়ে তার সন্তানরা কান্নায় ভেঙ্গে পড়েন।Nur Jahantahara bigum
শুধু মা-ই না মার সাথে তাদের মামা সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগা দনা গ্রামের কামাল উদ্দিন মুন্সী বাড়ির শামছুল হুদার ছেলে নুর নবী মিন্টুও পদদলিত হয়ে মারা যায়। মা ও মামাকে এক সাথে হারিয়ে পুরো পরিবার শোকাহত।
সৌদি আরব থেকে হজ পালনকরা অবস্থায় তাহেরার মেঝ ছেলে ইমাম উদ্দিন মিস্টার মা ও মামার মৃত্যুর খবরটি পরিবারকে নিশ্চিত করেন। ইমাম উদ্দিনের পরিচালিত হজ্ব এজেন্সি পদœা ইন্টারন্যাশনাল হজ কাফেলা থেকে গত ১ সেপ্টেম্বর তিনি, মা তাহেরা বেগম, মামা নুর নবী মিন্টুসহ একাধিক স্বজন হজ্ব করতে সৌদি আবর গিয়েছিলো। তাহেরা ও মিন্টুর মতো এ উপজেলার সুজাপুর গ্রামের আবদুর রব নতুন বাড়ির বেলায়েত হোসেন স্ত্রী
নুর হাজানও পদদলিত হয়ে মারা যায়। তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ছোট ভাই শাহাব উদ্দিন।
নিহত এ তিন জন ছাড়াও এ উপজেলার চর গনেষ গ্রামের এজহারুল হকের স্ত্রী ফাতেমা আক্তারসহ ০৯৯ নম্বর মোয়ালেম্মের ১৪ জন হাজি নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে নিখোঁজ পরিবারের স্বজনরা।
এছাড়া দাগনভূঞা উপজেলার ভবানী পুর গ্রামের আবুল কাশেম (ফেনী গাল্স স্কুলের শিক্ষক), পরশুরামের চিথলিয়া গ্রামের খালেদা বেগম, সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে জসিম উদ্দিন নিখোঁজ রয়েছে বলে স্বজনা দাবি করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেনীতে খুশির দিনে শোকের মাতম

আপডেট টাইম : ০২:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫

সৌরভ পাটোয়ারী, ফেনী : এক দিকে একই পরিবারের ভাই-বোন এক সাথে হজ্বের উদেশ্যে মক্কায় যাওয়া অপরদিকে নিজ দেশে পবিত্র ঈদুল আযাহা, এমন পরিস্থিতিতে যেখানে আনন্দে হুড়াহুড়ি করার কথা সেখানে এখন চলছে শোকের মাতম।
মক্কার মিনায় পাথর ছুড়তে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু বরণ করলেন ভাই নুর নবী ও বোন তাহেরা বেগম। এভাবে সৌদি আরবে নিহত ফেনীর সোনাগাজীর তিন হাজীর বাড়িতে খুশির বিপরীতে চলছে শোকের মাতম ।

মৃত্যুর খবর আসার পর থেকে ঈদের পরেও চোখের জল ফেলতে ফেলতে নিজের হতাশার কথা জানাচ্ছিলেন সৌদি আরবে হজ্বে পদদলিত হয়ে নিহত তাহেরা বেগমের ছোট ছেলে সাইফুদ্দিন সুমন। ঈদের আগের দিন সন্ধ্যায় সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের আবদুল হামিদ মিয়া বাড়ির মাষ্টার নুরুল হকের স্ত্রী তাহেরা বেগমকে হারিয়ে তার সন্তানরা কান্নায় ভেঙ্গে পড়েন।Nur Jahantahara bigum
শুধু মা-ই না মার সাথে তাদের মামা সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগা দনা গ্রামের কামাল উদ্দিন মুন্সী বাড়ির শামছুল হুদার ছেলে নুর নবী মিন্টুও পদদলিত হয়ে মারা যায়। মা ও মামাকে এক সাথে হারিয়ে পুরো পরিবার শোকাহত।
সৌদি আরব থেকে হজ পালনকরা অবস্থায় তাহেরার মেঝ ছেলে ইমাম উদ্দিন মিস্টার মা ও মামার মৃত্যুর খবরটি পরিবারকে নিশ্চিত করেন। ইমাম উদ্দিনের পরিচালিত হজ্ব এজেন্সি পদœা ইন্টারন্যাশনাল হজ কাফেলা থেকে গত ১ সেপ্টেম্বর তিনি, মা তাহেরা বেগম, মামা নুর নবী মিন্টুসহ একাধিক স্বজন হজ্ব করতে সৌদি আবর গিয়েছিলো। তাহেরা ও মিন্টুর মতো এ উপজেলার সুজাপুর গ্রামের আবদুর রব নতুন বাড়ির বেলায়েত হোসেন স্ত্রী
নুর হাজানও পদদলিত হয়ে মারা যায়। তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ছোট ভাই শাহাব উদ্দিন।
নিহত এ তিন জন ছাড়াও এ উপজেলার চর গনেষ গ্রামের এজহারুল হকের স্ত্রী ফাতেমা আক্তারসহ ০৯৯ নম্বর মোয়ালেম্মের ১৪ জন হাজি নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে নিখোঁজ পরিবারের স্বজনরা।
এছাড়া দাগনভূঞা উপজেলার ভবানী পুর গ্রামের আবুল কাশেম (ফেনী গাল্স স্কুলের শিক্ষক), পরশুরামের চিথলিয়া গ্রামের খালেদা বেগম, সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে জসিম উদ্দিন নিখোঁজ রয়েছে বলে স্বজনা দাবি করেছে।