ঢাকা : এবারের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন দাবি করে গত ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এ আন্দোলনে যোগ দিয়েছেন তাঁদের অভিভাবকরাও।
অবিলম্বে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা।
এই দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের সময় এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এ সময় তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সমাজের বিশিষ্টজন।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান