সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত তিনি আসামি হওয়ায় তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর উপজেলায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আহমদ।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতা সুন্দর আলীর দায়ের করা এ মামলার চার্জশিট সম্প্রতি গ্রহণ করেন আদালত।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘এ সংক্রান্ত চিঠি রোববার আমার হাতে এসে পৌঁছেছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান