বেনাপোল: বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে কোরবানির চামড়া পাচার প্রতিরোধে ১ মাসের রেড এ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে আগামী ১ মাস পর্যন্ত এ রেড এলার্ট বলবৎ থাকবে বেনাপোল এবং শার্শা সীমান্ত এলাকায় বলে জানায় বিজিবি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর ও ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমান্ডিং অফিসাররা বলেন, বেনাপোলের সীমান্ত এলাকার মধ্যে রয়েছে- পুটখালী ধান্যখোলো, ঘিবা দৌলতপুর, গাতিপাড়া, বাহাদুরপুর, সাদিপুর রঘুনাথপুর দিয়ে যাতে কোরবানির চামড়া ভারতে পাচার হতে না পারে তার জন্য এসব সীমান্ত এলাকায় বিজিবি রেড এলার্ড জারি করা হয়েছে।
তবে এ সময়ের মধ্যে এসব এলাকায় কোনো চামড়াবাহী ট্রাক পাওয়া গেলে তা আটক করা হবে। বিষয়টি সীমান্ত এলাকাগুলোতে মাইকিং করে প্রচার করা হচ্ছে বলে জানায় বিজিবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান