বরগুনা: বরগুনায় তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীরবন্দর গ্রামে স্ত্রী সোনিয়া আক্তার (৩০) তার পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী আবুল কাসেম (২৩) কে অপরহণ করে খুন করেছে। স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী সোনিয়া আক্তার, পরকীয়া প্রেমিকের বন্ধু মিরাজ ফরাজী (২৩) ও রাসেলকে (২২) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, স্ত্রীর পরকীয়ার প্রেমে বাধা দেয়ার কারণেই স্বামী আবুল কাসেমকে অপহরণ শেষে খুন করে তার লাশ খালে ফেলে দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে তালতলী থানা পুলিশ কাসেমের লাশ উদ্ধার করেছে।
আবুল কাসেমের বাবা নুরুল ইসলাম জানিয়েছেন, তার ছেলে ঢাকার একটি বালির জাহাজে সুকানীর চাকরি করতো। গত রোববার ঈদ করার জন্য কাসেম বাড়ি এসেছিলো। বুধবার বিকেলে সে নিখোঁজ হয়। শুক্রবার তার লাশ পাওয়া গেছে। কাসেম ও সোনিয়ার সাড়ে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কাসেম বাড়ি না থাকার সুযোগে সোনিয়ার সাথে তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের সোহরাব তালুকদারের ছেলে শামসু তালুকদার (২৩) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শামসুর খালু, আর কাসেমের একই বাড়ি হওয়ায় শামসুর অবাধ চলাচল কেউ ঠেকাতে পারেনি। তবে সম্প্রতি শামসু আর সোনিয়ার অনৈতিক প্রেমের সম্পর্কের কথা এলাকায় ছড়িয়ে পরে। গত রোববার কাসেম বাড়ি এসেই তার স্ত্রী সোনিয়াকে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানায়। কিন্তু সোনিয়া আর তার প্রেমিক শামসু মিলে পরিকল্পনা করে কাসেমকে দুনিয়া থেকে সরিয়ে দেবার উদ্যোগ নেয়। শামসু তার বন্ধুদের সাথে নিয়ে বুধবার বিকেলে কাসেমকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে লাশ আলীরবন্দর এলাকার একটি খালে ভাসিয়ে দেয়। শুক্রবার এলাকার মানুষ খালে লাশ ভাসতে দেখে তালতলী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমলেস হালদার জানিয়েছেন, খবর পেয়েই খাল থেকে লাশ উদ্ধার করেছেন।
তিনি আরো জানান, কাসেমকে হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে তার স্ত্রী সোনিয়া আক্তার, শামসুর ২ বন্ধু পচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের মিরাজ ফরাজী ও রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে শামসু পলাতক বলে জানান তিনি।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে কাসেমের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ও কাসেমকে হত্যার কিছু তথ্য উদঘটিত হয়েছে। এ ঘটনায় কাসেমের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান