ব্রাহ্মণবাড়িয়া: মিনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদদলিত হন স্বামী গোলাম মোস্তফা খালেক (৫৫)। নিহত খালেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে বলে জানা গেছে।
রেলওয়ের টেলিকম বিভাগের এই কর্মচারী চাকুরী জীবন থেকে অবসরে আসার প্রায় ১৩ মাস পর স্ত্রী রওশন আরা মৃধাকে নিয়ে হজ করতে যান। বনানীর সাকের ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে গত ২১ শে আগস্ট তারা হজ পালনে যান।
গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন জানান, গত ২৪ শে সেপ্টেম্বর বিকেলে মোয়াল্লেম সাইফুল ইসলামের মাধ্যমে তার পিতা মারা গেছেন বলে খবর পান।
তিনি আরো জানান, আম্মাকে সেইভ করতে গিয়েই আব্বা মারা গেছেন। আব্বা পড়ে যাওয়ার পরই আম্মা আব্বাকে জড়িয়ে ধরে পড়েছিলেন। তখন তিনি পায়ে ব্যাথা পান। গোলাম মোস্তাফার পরিবার ঢাকার আশকোনায় বসবাস করেন। গ্রামে তাদের আত্মীয়-স্বজনরা রয়েছে।
ইয়াছিন জানান, তাদের মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই পরিবারের সবাই কান্নাকাটিতে ভেঙ্গে পড়েন। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছেন শান্তনা দিতে। ঢাকার বাসায় দোয়া, কোরান খতম আদায় করা হচ্ছে। গ্রামের বাড়িতেও শোকের ছায়া। গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নিহত গোলাম মোস্তফার মরদেহ দেশে আনা হবে না। মক্কাতেই তার দাফন সম্পন্ন হবে। এতে তার পরিবারের লোকজন সম্মতি জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান