ডেস্ক : ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসনই মিনা বিপর্যয় ডেকে এনেছে।
এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সৌদি আরব তার নিরাপত্তা অগ্রাধিকার পরিবর্তন করেছে।
তিনি আরও বলেন, দেশটির এলিট ফোর্স এবং পুলিশ বাহিনীকে ইয়েমেন আগ্রাসনে মোতায়েন করা হয়েছে। এছাড়া বাহরাইনেও মোতায়েন রয়েছে সৌদি এলিট বাহিনী।
আলী শামখানি বলেন, ‘এতে হজকালীন সময়ে নিরাপত্তা পরিস্থিতির মানের অবনতি ঘটেছে এবং মিনা বিপর্যয় সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান