ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা তার দেয়া বক্তব্যে মেয়েদের জন্যও শিক্ষার সমান সুযোগ দেয়ার আহ্বান জানান।
একজন সিরীয় ও একজন পাকিস্তানি মেয়েকে পাশে নিয়ে শুক্রবার জাতিসংঘের গ্যালারি থেকে বক্তব্য দেন মালালা।
সর্বকনিষ্ঠ এই নোবেল লরিয়েট মেয়েদের শিক্ষাকে অধিকার বলে বর্ণনা করেন।
পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাস করার সময় বিবিসি উর্দু ওয়েবসাইটে মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি করার কারণে তালেবানদের বিরাগভাজন হন মালালা।
২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।
বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান