ডেস্ক : জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ভারতের আসাম পুলিশ।
এর মধ্যে বৃহস্পতিবার রাতে ৬ জনেক গ্রেফতার করা হয়েছে।
চিরাংয়ের এসপি রঞ্জন ভূইয়া জানান, এদের ২ জনকে গোয়ালপাড়া থেকে আর ৪ জনকে চিরাং জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
এসময় দুটি রাইফেল এবং কিছু ক্ষুদ্রাস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ৬ জন হলেন- নূর মোহাম্মদ, মালেক শেখ, মোস্তফা মন্ডল, হাফিজুল আলি, সুলাইমান আলি এবং মফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের লোকেরা নিশ্চিত করেছে যে এই গোষ্ঠীটি জেএমবির আদলে গত কয়েক মাস আগে গঠন করা হয়েছে।
এর মূল হোতা আশিক। সে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জেএমবির কার্যক্রমের জড়িত বলে ধারণা করা হয়।’
তিনি আরও জানান, তারা এই গোষ্ঠীর সাথে জড়িত আরও ৪ জনকে খুঁজছেন।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) চিরাং থেকে গ্রেফতার এই ১০ জনকে জিজ্ঞাসাবাদ করবে। সংস্থাটি বর্ধমান বিস্ফোরণের ঘটনাও তদন্ত করছে।