ডেস্ক: দক্ষিণ আমেরিকার চিলিতে ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সর্তকতা।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওভালি থেকে ৩০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর দেশটিতে ৮.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতের পর দফায় দফায় ভূমিকম্প আঘাত হানে। এরপর সেখানে সুনামি সর্তকতা জারি করা হয়।
ভূমিকম্পের আঘাতে ওই সময় দেশটিতে ১২ জনের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বেশ কয়েকজন আহতসহ অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এর পাঁচদিন পর ২১ সেপ্টেম্বর ফের ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫’শ মানুষের প্রাণহানি হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান