ঢাকা: দুর্নীতি দমন কমিশন-দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।
কমিশনার চুপ্পুর পরিবার তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ।
গত বছর সাহাবুদ্দিন চুপ্পু হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কিছু দিন তিনি সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন।