লন্ডন: বাংলাদেশকে একটি বৃহৎ কারাগার অভিহিত করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষকে মুক্ত করতে গণতন্ত্র ফেরাতে হবে। পুরো জাতি এখন মুক্তির অপেক্ষায়। এ সময় মুক্তির লড়াইকে সফল করতে প্রবাসীদেরকে মুক্তিযুদ্ধের আদলে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রথমবারের মতো দেশের বাইরে ঈদের দিনে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি আট বছর পর ঈদ করলেন।
বৃহস্পতিবার সকালে ঈদ উল আজহার সকাল কাটান পরিবারের সদস্যদের সঙ্গে ছেলে তারেক রহমানের কিংসটনের বাসায়। বিকেলে দলীয় নেতাকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিভিন্ন শেনী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ইলফোর্ডের ফেয়ারলুপ ওয়ার পার্ক অডিটোরিয়ামে দুই সহ¯্রাধিক প্রবাসী বিএনপি নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। অনুষ্ঠান হলের ধারণ ক্ষমতার অতিরিক্ত বিপুল লোক সমাগমের কারণে নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবকদের বেশ বেগ পেতে দেখা যায়। দীর্ঘক্ষন ফুলের তোড়া হাতে নিয়ে লাইনে থেকেও অনেকে তাদের প্রিয় নেত্রীর কাছাকাছি পৌঁছেতে পারেননি।
অনুষ্ঠান মঞ্চে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানও চেয়ারে বসেন। দীর্ঘ সময় পর তারেক রহমান মায়ের সঙ্গে কোনো অনুষ্ঠান মঞ্চে বসলেন। বাংলাদেশের ভয়ের শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী নেত্রী আট বছর পর প্রবাসে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। ব্রিটেনের ইন্টারন্যাশন্যাল ডেভেলপমেন্ট মিনিস্টার ব্যারোনেস সন্দিপ ভার্মা ব্যাক্তিগতভাবে তারেক রহমানের আমন্ত্রণে ঈদ শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন।
বক্তৃতার শুরুতেই বেগম খালেদা জিয়া বলেন, এই প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ করছি। কিন্তু এখানে আপনাদের সবাইকে কাছে পেয়ে মনে হচ্ছে, আমি যেন দেশেই আছি। দীর্ঘদিন পর যেমন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত পেয়েছি, তেমনি এই অনুষ্ঠানে এসেও ভাল লাগছে। কারণ আপনারা আমার পরিবারের সদস্যের মতোই আপন।
দেশের পরিস্থিতি সম্পর্কে খালেদা জিয়া বলেন, সারা দেশ যেন আজ কারাগার। বিএনপির প্রতিটি নেতাকর্মী মামলায় মামলায় ফেরারী। বর্তমান অর্নিবাচিত সরকারের দমন-পীড়ন আর অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ। আর তাই বিএনপির পেছনে জনগণ আজ ঐক্যবদ্ধ। দুঃসময় কাটিয়ে সুদিন আসবেই বলে প্রবাসীদের আশ্বস্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশে মানুষের কোনো মৌলিক অধিকার নেই, মানবাধিকার নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীদের ওপর বিশ থেকে একশটির মতো মামলা রয়েছে। এই হল বাংলাদেশ। যেখানে মানুষ ঠিক মত ঘুমাতে পারে না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। আদালত সরকারের ইশারায় চলছে। সরকারের নির্দেশে যাকে-তাকে কারাদ- দেয়া হচ্ছে।
শেখ হাসিনার সরকারকে অবৈধ ও অনির্বাচিত একটি সরকার উল্লেখ করে বেগম জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে কেন্দ্রে যায়নি, ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা। নির্বাচনের আগেই ১৫৪ জনকে বিনাভোটে এমপি হিসেবে নির্বাচিত করা হয়। বিনাভোটের এই সরকারকে জনগণ বৈধ বলে মেনে নেয়নি। তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।
তিনি বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে পরিবর্তন করে নিজেদের মতো করেছে। দেশে সেই বাকশালের মতো অবস্থা চলছে।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। পুলিশের মাধ্যমে এ সরকারকে টিকিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া আর কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না।
খালেদা জিয়া আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ অতি দ্রুত রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তিনি বলেন, দেশে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকরা সত্যি কথা লিখতে পারে না। সত্যি কথা লিখলে তাদের নামে মামলা হয়, জেল হয়। যারা টকশো-তে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনা করে তাদেরকে টকশো-তে আসতে দেয়া হয় না। সংবাদপত্রে বা টেলিভিশনে বিরোধী দলের কিছু প্রচার করতে দেয়া হয় না। তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে। তারেক রহমানের সত্য বক্তব্যে তাদের গায়ে জ্বালা ধরে যায়।
তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় আতঙ্ক হলো খালেদা জিয়া ও তারেক রহমান। কিছু হলেই খালেদা জিয়া ও তারেক রহমানের নাম। একদলীয় পার্লামেন্টে বসে খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়াউর রহমানকে গালিগালাজ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই।
বেগম জিয়া বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। প্রতি মুহূর্তে দেশের মানুষ খুন ও গুম হচ্ছে। চলছে অত্যাচার, অনাচার আর গুমনীতি। কোনো উন্নয়ন নেই। দেশের মানুষ এসবের পরিবর্তন চায়। চায় শান্তি, উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
এই সরকারের পক্ষে পদ্মা সেতু করা সম্ভব নয় উলে¬খ করে খালেদা জিয়া বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। আর বিএনপি ক্ষমতায় গেলে ইনশাল্লাহ দুইটি পদ্মা সেতু তৈরী করবে।
বাংলাদেশকে বাঁচাতে সকলের ঐক্যবদ্ধ হতে হবে উলে¬খ বেগম জিয়া বলেন, বিএনপি শান্তি উন্নয়ন গণতন্ত্র ও জনগণের কল্যাণে বিশ্বাস করে। তাই আমরা জাতিকে বিভক্ত করে নয়, বরং ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চাই। যাতে বৃটেনের মতো নিরপেক্ষ ভোট হবে। আর এই ভোটে জনগণ যাকে নির্বাচিত করবে সেইও হবে জনগণের প্রতিনিধি। ব্যালট বাক্স ছিনতাই করে জয়ের মধ্যে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই।
বেগম খালেদা জিয়া বলেন, আমরা সবাইকে নিয়ে শান্তি ঐক্য ও উন্নয়নের রাজনীতি করতে চাই।
আওয়ামী লীগের মধ্যেও ভালো ও দেশপ্রেমিক লোক আছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সঙ্গে নিয়েই তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র না থাকলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। গ্যাস, বিদ্যুৎ ও শিক্ষার ওপর ভ্যাটের সমালোচনা করে বেগম জিয়া বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে সরকার ভ্যাট প্রতাহার করতে বাধ্য হয়েছে।
দেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বেগম জিয়া বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একসময় দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের মানুষ দেশে পরিবর্তন দেখতে চায়, গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার মৌলিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা চায়।
বিএনপি নেত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনে গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আউয়াল, সাবেক প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়ে আরো অংশ নেন- যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডা. কেএমএ মালিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ, কাউন্সিলর আয়শা বেগম, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিস্টার আবু সায়েম, হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার তারিক বিন আজিজ, বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, মঞ্জুরুসামাদ চৌধুরী মামুন, প্রফেসর ফরিদ আহমেদ, লুৎফুর রহমান, মুজিবুর রহমান মজিব, সাবেক ছাত্র নেতা পারভেজ মল্লিক, নাজমুল হাসান জাহিদ, যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল আহমেদ, তাজউদ্দিন, ব্যরিস্টার মওদুদ আহমেদ খান, আব্দুস সাত্তার, শরীফুজ্জামান চৌধুরী তপন, নাসিম আহমেদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি আব্দুস সালাম প্রমুখ।