সাভার: সৌদি আরবের মিনায় হজে পদদলনের ঘটনার পর থেকে নিখোঁজ হয়েছেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার আমিনুর রহমান ও তাঁর স্ত্রী আলেমা বেগম।
বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই দম্পতির কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওয়ার্ড কমিশনার আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর তাঁর বাবা ও মা হজ করার উদ্দেশে সৌদি আরবে যান। গতকাল মিনায় হজ করার পর শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় পদদলনের ঘটনার পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার পর থেকে তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সাভারের কাতলাপুরে বসবাস করতেন ওয়ার্ড কমিশনার আমিনুর রহমান।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিনুর রহমান দম্পতির কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান