কক্সবাজার: টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রায় ৫’শ পরিবার এবার বিজিএফ’র চাল থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সব্বির আহমদ এবং চেয়ারম্যান হামিদুর রহমানের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে মতবিরোধের জের ধরে এ ধরনের পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহেদ হোসেন জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগে যাতে আনন্দ ভাগাভাগি করতে পারে সেই লক্ষে দুঃস্থদের মধ্যে প্রতি ঈদে ইউনিয়ন ভিত্তিক চাল বরাদ্দ দিয়ে থাকেন। সে অনুযায়ী এবারও বরাদ্দ দেন যথাসময়ে। কিন্ত ইউপি চেয়ারম্যান অন্যান্য ওয়ার্ডে কার্ড বেশি বরাদ্দ দিয়ে আনুপাতিক হারে ৪নং ওয়ার্ডে কম বরাদ্দ দেয়। এ বিরোধের জের ধরে এখানে চাল বিতরণ করা হয় নি। চাল গুলো এখনো বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রেখে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জায়েদ ইকবাল জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি উচ্চ মহলে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চালগুলো জব্দ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ করার অপরাধে সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন এলাকার জনসাধারণ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান