চট্টগ্রাম: চট্টগ্রামে বিদেশি মদ পান করে তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- কর্ণফুলি নদীর নৌকার মাঝি তৈয়ব আলী (৪৬), বদিউল আলম (৪০) ও মো. আব্দুস সাত্তার (৪৩)। নিহত তিন জনের বাড়ি নগরীর কর্ণফুলি থানাধীন পাথরঘাটা এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- বৃহস্পতিবার দুপুরের দিকে কর্ণফুলি নদীর কয়েকজন মাঝি কর্ণফুলী থানাধীন পারকি সমুদ্র সৈকতে বসে মদ পান করে। বিকেলে তারা অসুস্থ হয়ে পড়লে তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে পর্যায়ক্রমে তারা মারা যান।
সিএমপি’র বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল আলম জানান, রাশিয়ান ভদকা জাতীয় মদ অতিরিক্ত পানের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে চমেকের চিকিৎসকরা জানিয়েছেন।
আমরা এ ব্যাপারে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান