অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

হুমায়ূন আহমেদের গল্পের নায়িকা মাহি

ডেস্ক: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করতে চলেছেন মেহের আফরোজ শাওন। আর সেই চলচ্চিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

মাহি প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো দিন ভাবিনি, হুমায়ুন আহমেদের গল্পের নায়িকা হব। অল্প সময়ের অভিনয়জীবনে এটা আমার অন্যতম অর্জনও বলতে পারেন। আমি এখন প্রস্তুত হচ্ছি হুমায়ুন আহমেদের নায়িকা হওয়ার জন্য।’

মাহি আরও বলেন, ‘সারা বাংলাদেশে হুমায়ুন আহমেদ স্যারের বিশাল ভক্ত-গোষ্ঠী আছে। ছবিতে অভিনয়ের একটা পর্যায়ে এসে এই ঘরানার সঙ্গে মনে মনে যুক্ত হতে চেয়েছি। এত তাড়াতাড়ি সেই সুযোগটা পেয়ে যাওয়াতে আমি দারুণ খুশি। পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে।’

পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমাতেই অভিনয় করা মাহি ‘কৃষ্ণপক্ষ’-এর মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্মসের সঙ্গে যুক্ত হলেন।

শাওন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা জানাতেই নির্মিত হচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। ইমপ্রেসের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন তিনি। আগামী এক মাসের মধ্যেই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করছেন শাওন।

নির্মাতা মেহের আফরোজ শাওন সম্পর্কে মাহি বললেন, ‘শাওন আপু অনেক গুণী একজন শিল্পী। একজন গুণী নির্মাতাও। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আশা করছি অন্যরকম কিছুই হবে’।

নির্মাতা শাওন এ প্রসঙ্গে ফেসবুকে লেখেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন অনেক দিন ধরেই বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেই স্বপ্নপূরণের তারিখটা হুমায়ুন আহমেদের জন্মদিনে হতে যাচ্ছে। যদিও হাতে সময় খুব অল্প। তবুও আশা রাখি এই দুঃসাহসিক কাজে পাশে পাওয়া প্রিয় মানুষগুলোকে নিয়ে কাজটা ভালোভাবে শেষ করতে পারব’’

‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ। সংগীতায়োজনে থাকছে এসআই টুটুল এবং ইমন সাহা।

আসছে ১৩ নভেম্বর কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু

হুমায়ূন আহমেদের গল্পের নায়িকা মাহি

আপডেট টাইম : ০৫:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করতে চলেছেন মেহের আফরোজ শাওন। আর সেই চলচ্চিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

মাহি প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো দিন ভাবিনি, হুমায়ুন আহমেদের গল্পের নায়িকা হব। অল্প সময়ের অভিনয়জীবনে এটা আমার অন্যতম অর্জনও বলতে পারেন। আমি এখন প্রস্তুত হচ্ছি হুমায়ুন আহমেদের নায়িকা হওয়ার জন্য।’

মাহি আরও বলেন, ‘সারা বাংলাদেশে হুমায়ুন আহমেদ স্যারের বিশাল ভক্ত-গোষ্ঠী আছে। ছবিতে অভিনয়ের একটা পর্যায়ে এসে এই ঘরানার সঙ্গে মনে মনে যুক্ত হতে চেয়েছি। এত তাড়াতাড়ি সেই সুযোগটা পেয়ে যাওয়াতে আমি দারুণ খুশি। পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে।’

পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমাতেই অভিনয় করা মাহি ‘কৃষ্ণপক্ষ’-এর মাধ্যমে ইমপ্রেস টেলিফিল্মসের সঙ্গে যুক্ত হলেন।

শাওন জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা জানাতেই নির্মিত হচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। ইমপ্রেসের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন তিনি। আগামী এক মাসের মধ্যেই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করছেন শাওন।

নির্মাতা মেহের আফরোজ শাওন সম্পর্কে মাহি বললেন, ‘শাওন আপু অনেক গুণী একজন শিল্পী। একজন গুণী নির্মাতাও। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আশা করছি অন্যরকম কিছুই হবে’।

নির্মাতা শাওন এ প্রসঙ্গে ফেসবুকে লেখেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন অনেক দিন ধরেই বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেই স্বপ্নপূরণের তারিখটা হুমায়ুন আহমেদের জন্মদিনে হতে যাচ্ছে। যদিও হাতে সময় খুব অল্প। তবুও আশা রাখি এই দুঃসাহসিক কাজে পাশে পাওয়া প্রিয় মানুষগুলোকে নিয়ে কাজটা ভালোভাবে শেষ করতে পারব’’

‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ। সংগীতায়োজনে থাকছে এসআই টুটুল এবং ইমন সাহা।

আসছে ১৩ নভেম্বর কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়।