রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বরাদ্দের তালিকা থেকে একটি তালিকা বাদ দিয়ে তা গায়েব করার অভিযোগ উঠেছে। গোপনে কোরবানির এই গরুটি তার চাচাতো ভাই মুকুল ও ভাতিজা আসিফ শাহরিয়ার বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এনিয়ে রংপুরে চলছে তোলপাড়।
তবে ভাতিজা আসিফ দাবি করেছেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
সূত্র জানায়, বরাবরের মতো এবারো জাপা চেয়ারম্যান রংপুরে বিভিন্ন সংগঠনে কোরবানির জন্য গরু বরাদ্দ দিয়েছেন। সেই তালিকায় থাকা রিপোর্টার্স ক্লাবের বরাদ্দের গরু তালিকা থেকে কেটে অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই মুকুল ও ভাতিজা আসিফ। গরু বিক্রির এ ঘটনায় বিপাকে পড়েছেন জেলা ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র নেতারা।
এ ব্যপারে মহানগর জাপার সদস্য সচিব এসএম ইয়াসির বলেন, ‘আমি আসিফকে একাধিকবার জিজ্ঞাসা করেছি সে এব্যাপারে কোনো কিছুই বলেনি। আমার সামনেই রিপোর্টার্স ক্লাবের নাম কেটে দিয়েছে আসিফ। বিষয়টি আমি এবং মহানগরের আহবায়ক মোস্তফা ভাইসহ সিনিয়র নেতারা স্যারকে জানিয়েছি’।
এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানের চাচাতো ভাই মুকুল গরু বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘স্যার গরু বরাদ্দের তালিকা আসিফকে দিয়েছেন। আসিফই ভালো বলতে পারবে রিপোর্টাস ক্লাবের গরু কেন তালিকা থেকে বাদ দেয়া হলো। গরুটি কোথায় গেছে তা আমার জানা নেই। গরু বিক্রির বিষয়টির আমি কিছুই জানি না, আসিফ জানে’।
এব্যাপারে এরশাদের ভাতিজা সাবেক সাংসদ মকবুল শাহরিয়ার আসিফ বলেন, ‘সবই মিথ্যে। আমি স্যারের দেয়া তালিকা কাটছাট করিনি। আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে’।
এব্যাপারে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন জানান, ‘২০১২ সালে রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে সাবেক প্রেসিডেন্ট এরশাদের সাথে এক বৈঠকে এরশাদের পুত্রখ্যাত সাংবাদিক কাজী লুৎফুল কবীরের মাধ্যমে রিপোর্টার্স ক্লাব, রংপুরের জন্য কোরবানির গরু বরাদ্দ দেয়া হয়। গত তিনবছর থেকে কোরবানির জন্য জাপা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতে রিপোর্টার্স ক্লাবের সামনে সেই গরুর কোরবানী হতো। এরই ধারাবাহিকতায় এবারও গরু বরাদ্দ হয়েছিল। কিন্তু এরশাদেও সামনে রিপোর্টার্স ক্লাববে বিষয়টি অবহিত না করেই তালিকা থেকে রিপোর্টার্স ক্লাবের নাম কেটে দেয় তার ভাতিজা আসিফ শাহরিয়ার। বিষয়টি আমরা আসিফসহ জাতীয় পার্টির সিনিয়র নেতাদের অবহিত করেছি।
এব্যাপারে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুঠোফোনে কল করা হলেও তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।