ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’পক্ষের সংঘর্ষে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত আবদুল মালেক কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরিবাড়ি গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আবদুল মালেক তার বাড়ি নির্মাণের জন্য ইটবোঝাই নৌকা নিয়ে হাতুরিবাড়ি গ্রামে ফিরছিলেন।
পথিমধ্যে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার একটি জালের খুঁটি সঙ্গে মালেকের ইটবোঝাই নৌকার ধাক্কা লেগে খুঁটিটি ভেঙ্গে যায়।
এসময় জালের মালিক বড় মিয়ার সঙ্গে মালেকের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টায় হাতুরিবাড়ির পশ্চিমপাড়া এলাকায় বড় মিয়া ও তার সমর্থকরা মালেককে একা পেয়ে বেধরক পেটায়।
এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হয়া মালেককে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়ার পথে রাত দেড়টার দিকে মালেকের মৃত্যু হয়।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান