শীতলক্ষ্যার বিশাল বুক দখল করে এলোপাথারী বয়ে চলা ঘাতক বাল্কহেডের ধাক্কায় একের পর এক নৌকা ও ট্রলার ডুবিতে প্রাণহানির ঘটনা ঘটলেও ওদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। ওরা মানছেনা কোন নিয়মনীতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তোয়াক্কা না কওে দিনে দিনে ওরা হয়ে ওঠেছে অপ্রতিরোধ্য। অনাকাঙ্খিত অকাল মৃত্যু ও দূর্ঘটনা এড়াতে নৌ-পুলিশ ও বাল্কহেড মালিক সমিতি একাধিকবার বৈঠক করে এসব বাল্কহেড চলাচলে নানা প্রকার বাধাধরা নিয়ম করলেও এক সময় হয়ে যায় তা আই ওয়াস মাত্র। ফলে শত নিয়ম কানুন সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রতিদিন নৌ-পথে টহলরত নৌ পুলিশকে কিছু নগদ নজরানা দিয়ে চরম বেপরোয়া ও স্বেচ্ছাচারিতায় শীতলক্ষ্যা নদীতে অব্যহতভাবে চলছে বাল্কহেডগুলো। আর প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বন্দর ও আশপাশের খেঁয়াঘাটগুলোতে সময় ও জীবনের প্রয়োজনে নদী পারাপার হচ্ছে প্রতিদিনের কর্মসন্ধানী মানুষগুলো।
প্রতিদিনের কর্মমুখী পারাপার যাত্রীদের দূর্ঘটনা ভীতি ও মৃত্যুভয় কাটাতে কোন পথ অবলম্বন করা উচিত জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ্জ সাব ইন্সপেক্টর আবু তাহের জানান, এসব বেপরোয়া বাল্কহেডের মালিক ও চালক সমিতির সাথে কথাবলে ইতিপূর্বে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু ওরা কেবলই বেপরোয়া। আমার পুলিশতো যথেষ্ঠ ভুমিকা রেখে চলেছে। এতে করে বালু বোঝাই বাল্কহেড গুলোকে ধরা গেলেও খালি বাল্কহেড গুলোকে সিগন্যাল দিয়েও অনেক সময় ধরা যাচ্ছে না। সবচেয়ে বড় ভয় ঐ খালি বাল্কহেড গুলো। কারন খালি অবস্থায় এগুলো অনেক উঁচু হয়ে যায়, তাই ওদেও থামানো যায়না। তাছাড়া রাতের বেলা এসব বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হলেও ওদেও তা মানানো যাচ্ছে না। তবুও ওদের মালিক সমিতির সভাপতি সম্পাদক তথা নেতাদের নিয়ে আবারও বসে একটা পথ অবলম্বন করবো আশা রাখছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান