রাজশাহী: রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে নিজ দলের কর্মীকে মারপিটের পর হোটেলের গরম তেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের ওই কর্মীর নাম সাচ্চু হোসেন (৪০)। তাঁর শরীর ঝলসে গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ সাচ্চুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি বুধপাড়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের একজন চিকিৎসক বলেন, গরম তেলে সাচ্চুর কোমড় থেকে ওপরের দিকের অনেকটা অংশ পুড়ে গেছে। এই অবস্থায় কয়েকদিন পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।
ঘটনার পর থেকে ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী রাব্বেল হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আহত সাচ্চুর বাবা সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বুধপাড়া মোড়ের একটি খাবার হোটেলের সামনে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও রাবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী রাব্বেল হোসেনের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে সাচ্চুর কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে রাব্বেল উত্তেজিত হয়ে তাকে মারপিট করতে থাকেন। একপর্যায়ে সাচ্চুকে ধাক্কা মেরে হোটেলের কড়াইয়ের গরম তেলের মধ্যে ফেলে দেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। যদি ঘটে থাকে এবং কেউ অভিযোগ করে, তাহলে খোঁজ নিয়ে দেখা হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান