ভোলা: বরগুনার পাথরঘাটার পায়রা নদীতে ভাসমান মুমূর্ষু চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হচ্ছেন- পাথারঘাটা উপজেলার কালিয়ার খাল এলাকার আবদুল মজিদের ছেলে মো. জামাল খান (৪৫), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. বেলাল (৩০), কাঠালতলি গ্রামের আবুল হাসেমের ছেলে মো. নেসার ও বাগেরহাট জেলার কচুয়ার নাহাগাতি গ্রামের বাহারীর ছেলে বেলাল (৩৩)।
কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগের ইনচার্জ মেসবাহ উদ্দিন শীর্ষ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ এর নেতৃত্ব একটি টিম নদীতে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করেন। মুমূর্ষু জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান মেসবাহ উদ্দিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান