ডেস্ক: বিদেশি বাণিজ্য ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য চীনের দ্বার খোলা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি বলেন, চীন সবসময়ই বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় এবং রপ্তানি বাড়াতে বেইজিং কখনই মুদ্রা বাজারে হস্তক্ষেপ করবে না, বলেন জিনপিং।
চীনে চলমান অর্থনৈতিক সংস্কারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের আস্বস্ত করতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক বক্তৃতায় একথা বলেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন জিনপিং। ২৮ সেপ্টেম্বর সেখানে ভাষণ দেবেন তিনি।
মঙ্গলবার রাতে ব্যবসায়ী নেতাদের নিশ্চিত করে তিনি বলেন, “বর্হির্বিশ্বের জন্য উন্মুক্ত দ্বার কখনো বন্ধ করবে না চীন।” আন্তর্জাতিক বাণিজ্যকে শক্তিশালী করতে চীন বিষয়টি নিয়ে আগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি।
গত কয়েক বছর ধরে চীনের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছিল। কিন্তু বিশ্বের চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিতে ব্যর্থ হওয়ায় তা এখন কিছুটা ধীর হয়ে পড়েছে।
সম্প্রতি চীনের শেয়ার বাজারে বড় ধরনের ধস বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজার চাঙ্গা করতে সুদের হার কমায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এরপরও শেয়ার বাজারে তেমন উন্নতি না হওয়ায় সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া, সম্প্রতি বেশ কিছু সাইবার ক্রাইমের পেছনে চীন সরকারের মদদ থাকার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফার্ম হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। এর পেছনে চীনের হাত রয়েছে বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র।
এসব অভিযোগ অস্বীকার করে জিনপিং বলেন, “চীন সাইবার অপরাধ দমনকারী দেশগুলোর অন্যতম এবং আমরা নিজেরাও হ্যাকিংয়ের শিকার।”
বেইজিং হ্যাকারদের মদদ দেয় না। বরং এ বিষয়ে ওয়াশিংটনের তদন্তে চীন সহযোগিতা করছে বলেও জানান তিনি।
‘বিরোধ ও সন্দেহের অবসান ঘটিয়ে’ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘আরো সমঝোতা এবং বিশ্বাসের’ সম্পর্ক গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন জিনপিং।
“তাদের বিরোধ ও শত্রুতায় প্রবেশ করা কি উচিত হবে, এটা উভয় দেশের জন্যই ধ্বংস ডেকে আনবে। বিস্তারিতভাবে গেলে, পুরো বিশ্বের জন্যই এটি ধ্বংসাত্মক হবে,” বলেন জিনপিং।
এ সফরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় ব্যবসায়ী ও প্রযুক্তি কোম্পানির সঙ্গে জিনপিং বৈঠক করবেন বলে জানায় বিবিসি।
ওয়াশিংটনে বোয়িংয়ের উড়োজাহাজ নির্মাণস্থলে যাওয়ার কথাও রয়েছে জিনপিংয়ের।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বুধবার জানায়, বোয়িংয়ের কাছ থেকে ৩০০টি জেট কেনার কথা রয়েছে চীনের কয়েকটি ফার্মের। জিনপিংয়ের এ সফরে এ সংক্রান্ত একটি চুক্তি সই হতে পরে।
শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে জিনপিংয়ের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান