ডেস্ক : রাশিয়ায় উদ্বোধন হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। দুই হাজার স্কয়ার মিটার জায়গার উপর মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদটিকে রাশিয়ার সরকার দেশটির নাগরিকদের উপর ইসলামিক স্ট্যাট (আইএস) যুদ্ধাদের প্রলোভনের বিরুদ্ধে সতর্কবাণী হিসেবে মনে করছে।
বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে মসজিদটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ভদিমির পুতিন। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়িব এরদোগান ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
মসজিদ উদ্বোধনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট দিমির পুতিন তার বক্তব্যে বলেন, এই মসজিদটি মস্কো এবং পুরো রাশিয়ার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হবে। এটা শিক্ষার জন্য একটি উৎস হবে এবং এখান থেকে প্রকৃত মানবতা ও ইসলামের প্রকৃত মান ছড়াতে পারবে।
সূত্র : আল জাজিরা