ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, । এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটার আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লীগের (পিএসএল) উদ্বোধনী আসরে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ টি-২০ টুর্নামেন্টের প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করার পর আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশীপে ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং ড্যারেন সামি সকলেই ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন। ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশনে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন টি-২০ ক্রিকেট কিং ক্রিস গেইলও।
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন, নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট এবং টিম ব্রেসনানও তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পিসিবি।
লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা এবং ইসলাবাদসহ মোট পাঁচটি দল পিএসএলের প্রথম আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজমানি থাকবে দশ লাখ ডলার।
ভারতে অনুষ্ঠিতব্য আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে ৪-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতারের দোয়ায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে পিসিবির পক্ষ থেকে প্রথমে ঘোষণা দেয়া হলেও এখন সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ প্রতীক্ষিত এই টি-২০ আসর অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান