বাংলার খবর২৪.কম,নোয়াখালী: জেলার সোনাইমুড়ি উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আরিফ হোসেন (৩০) উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ভদ্রগাও গ্রামের আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার রাত ১১টার দিকে ভূঞার হাটখোলা বাজারের পাশের বারুল সড়কে তাকে গুলি করা হয় বলে সোনাইমুড়ি থানার ওসি আফরাফুল ইসলাম জানান।
এ ঘটনায় জড়িত সন্দেহে নূর মোহাম্মদ (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই বজরা এলাকায় সোনাইমুড়ি- ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করে ছাত্র লীগ ও যুবলীগের কর্মীরা। এক পর্যায়ে বিএনপি সমর্থিতদের তিনটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা।
আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, আরিফ মোটরসাইকেলে করে কালিকাপুর -আমিশাপাড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বারুল সড়কের পুলের ওপর দুর্বৃত্তরা তার পথ আটকে হামলা চালায়। তাকে পিটিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, গ্রেফতার নূর মোহাম্মদ এ হত্যার মূল পরিকল্পনাকারী। কালিকাপুর থেকে তিনি মটরসাইকেলে করে আরিফকে নিয়ে আসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান