ডেস্ক : ওসামা বিন লাদেনের দেহরক্ষী ছিলেন বলে মনে করা হয়, এরকম এক আল কায়দার সদস্যকে সৌদি আরবে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র।
২০০২ সাল থেকে আব্দুল শালাবি নামের ঐ ব্যক্তি গুয়ানতানামো বেতে মার্কিন কারাগারে আটক ছিলেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
৩৯ বছর বয়সী ওই বন্দী গত দশ বছর ধরে অনশন করছেন। তার আইনজীবী জানিয়েছেন জীবনের শেষ দিনগুলো তিনি তার পরিবারের সঙ্গে কাটাতে চান।
২০০১ সালে পাকিস্তানি বাহিনী তাকে আটকের পর কিউবার গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়ে দেয়।
এই হস্তান্তরের পর কারাগারটিতে আরো ১১৪ জন বন্দী রইল, যাদের মধ্যে ৫২ জনকে অন্যদেশে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
আব্দুল শালাবির বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার কোন অভিযোগ আনা হয়নি। তবে সৌদি আরবে যাবার পর তাকে সেখানে পুনর্বাসন কেন্দ্রে কিছুদিন সময় কাটাতে হবে।
২০১৭ সালে নিজের প্রেসিডেন্সির মেয়াদ ফুরানোর আগেই গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও কংগ্রেস ওই পরিকল্পনার বিরোধিতা করছে।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান