রংপুর: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সন্দেহে রংপুর মেডিকেল কলেজের ৩ শিক্ষক, একটি কোচিং সেন্টারের এমডিসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার রংপুরের ধাপের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ রংপুর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকায় গ্রেফতারকৃতদের সূত্র ধরে নগরীর ধাপ এলাকায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিসক ডা. শরিফুল ইসলাম অন্তুকে প্রথমে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মেডিকেলের বিভিন্ন এলাকা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজার রহমান পাভেল ও ডা. জিল্লুর রহমান, প্রাইমেট মেডিকেল কোচিংয়ের এমডি মনজুর রহমান, এ ওয়ান মেডিকেল কোচিংয়ের শিক্ষক আদিলুর রহমান আদিল, জামিল উদ্দিন ও সাজরাতুল ইয়াক্কি রানাকে গ্রেফতার করা হয়। এরা সবাই ধাপ এলাকার ডা. মোন্নাফের বাড়িতে বিভিন্ন কোচিং থেকে ছাত্র ছাত্রী সংগ্রহ করে ১২ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র সমাধান করে দেয় বলেও জানায় র্যাব।
এছাড়াও রেটিনার পরিচালককে খুঁজছে বলে প্রেস ব্রিফিংয়ে জানায় র্যাব।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান