ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মোটেও সঠিক নয় বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এমন দাবি করা হয়।
বার্তায় বলা হয়- স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল শিক্ষা ও জনশক্তি উন্নয়নের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চায় যে, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে নিচ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরবর্তীতে সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণ সম্পন্ন করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের যে সকল অভিযোগ বিভিন্ন মহল কর্তৃক উত্থাপিত হয়েছে তা মোটেও সঠিক নয়। গত ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর র্যাব কর্তৃক এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে ধৃত দু’টি চক্রের কারো কাছে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা স¦চ্ছ ও নিরপেক্ষ করার সকল ধরনের সতর্কতা মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক অবলম্বন করা হয়েছিল।
সারাদেশে ভূয়া প্রশ্নপত্র বিলি করে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া কয়েকটি চক্রকে গোয়েন্দা সংস্থা ও র্যাব গ্রেফতার করেছে।
এখানে উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার পূর্ব কোনো মহল কর্তৃক প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপন ও ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে দাখিলকৃত রিট আবেদনটি হাইকোর্ট কর্তৃক খারিজের মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে মীমাংসিত।
সুবিধাভোগী চক্রের অশুভ কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য স্বাথ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান