জয়পুরহাট: সীমান্তে গুলিতে নিহত সায়েমের স্ত্রী আশেদা বেওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে মামলা করেছেন।
মঙ্গলবার বিকালে জয়পুরহাটের সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়ার আদালতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জন অস্ত্রধারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
আসামিরা হলেন জয়পুরহাট জেলা সদরের ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া বিজিবি ক্যাম্পের অপর প্রান্তে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার দূর্গাপুর বিএসএফ ক্যাম্প-৭৫ ব্যাটলিয়নের চার্লি কোম্পানি কমান্ডার শ্রীতল পাতেল, এড়িয়া কমান্ডার মি. মিনা, ফিল্ড অফিসার মনোজ কুমারসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী ২৫/৩০ জন। আদালত ১৫ দিনের মধ্যে নিহতের ময়না তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। গত ১৭ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে জয়পুরহাট জেলা সদরের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের সায়েম মারা যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।