ঢাকা: রাজধানীর মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী তানভীর ওরফে জাপানি তানভীর রানাকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হলেও রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি জানিয়েছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, একটি ছিনতাই মামলায় সন্ত্রাসী রানাকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
রমনা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সন্ত্রাসী জাপানি রানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম আসামি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান