টঙ্গী: রাজধানীর আবদুল্লাপুরে গাড়ি প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায় টঙ্গীতে দীর্ঘ যানজট নিয়মে পরিণত হয়েছে। আসন্ন ঈদে এই যানজট আরো তীব্র আকার ধারণ করছে। প্রতিদিন শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এবারের যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে। মঙ্গলবার দুপুরের পর থেকে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ দুই সড়কের মাঝের একটি পাইপাস সড়ক বন্ধ করে সেখানে গরুর হাট বসানোর কারণে এই যানজটে আরো নতুন মাত্রা যোগ হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর থেকে রাজধানী অভিমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট বাড়তে থাকে। বিকেল ৪টা থেকে যানজট তীব্র আকার ধারণ করতে থাকে। সন্ধ্যায় আবদুল্লাপুর থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত পুরো টঙ্গী অংশে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের পূর্ব পাশে তীব্র যানজটের কবলে পড়ে চালকরা ইঞ্জিন বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেন।
অপরদিকে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তরপাশে টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়কের গরুর হাটের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলে গাজীপুর অভিমুখী যানবাহন আটকা পড়ায় মহাসড়কের গাজীপুর অংশ ফাঁকা হয়ে যায়। টঙ্গী স্টেশন রোড থেকে আবদুল্লাপুর ছাড়িয়ে রাজধানীর ভেতর যানজট দীর্ঘায়িত হয়। ফলে ইজতেমা মাঠের সংযোগস্থল থেকে যাত্রীদেরকে হেটে গাজীপুর অভিমুখী এবং ঢাকা অভিমুখী যাত্রীদেরকে হেটে রাজধানীর দিকে যেতে দেখা গেছে। গতকাল রাত ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল। মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে পরিবহণ সংশ্লিষ্টরা জানান।
এব্যাপারে টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া সড়কের সংযোগস্থল আবদুল্লাপুর মোড়ে উভয় সড়কের যানবাহন প্রবেশ ও বের হওয়ার সময় সিগন্যালিং জটিলতায় এই যানজট সৃষ্টি হচ্ছে। ঈদ উপলক্ষে পরিবহণের চাপ বেড়ে যাওয়ায় সঙ্গত কারণেই এই যানজট আরো তীব্র হচ্ছে। গরুর হাটের কারণে যানজট সৃষ্টির অভিযোগ তিনি অস্বীকার করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান