ঢাকা: শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) সারা দেশের সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ওইদিন বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন বন্ধ থাকার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বিবিয়ানা থেকে গ্যাস উত্তোলন করছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরণ বাংলাদেশ।
মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিবিয়ানা ফিল্ড থেকে গ্যাস উৎপাদন বন্ধ থাকায় দেশের বিদ্যুতের উৎপাদন স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের সকল সিএনজি স্টেশনে ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরদিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান