লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার সন্ধায় এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই বাংলাদেশির নাম আমিনুর ইসলাম ৩৫। সে মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের আইনুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের আইনুল ইসলামের পুত্র আমিনুর ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী ক’দিন আগে ভারতে গরু আনতে যায়। কিন্তু তার সঙ্গীরা সকলেই বাংলাদেশে ফিরে আসলেও নিখোঁজ থাকে আমিনুল। পরে মঙ্গলবার সন্ধায় সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকা সংলগ্ন ডোবার পানিতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে পানিতে পড়ে তার মৃত্যু ঘটেছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আমিনুর ইসলামের পকেটে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এ কারণে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান