বাংলার খবর২৪.কম,ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা পরিচালনায় ব্যর্থ হওয়ার জন্য তিনি হামাস নেতা ও সেখাকার মন্ত্রীদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা হামাস নিয়ন্ত্রণ করে।
গাজায় ৫০ দিনব্যাপী ইসরায়েলি বর্বরোচিত হামলায় নারী শিশুসহ ২ সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হন। হামাস ও ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করার ২ সপ্তাহ পর আব্বাস এ হুঁশিয়ারি দেন।
আব্বাস অভিযোগ করেন, হামাসের ভুলে গাজায় এতো মানুষের প্রাণ গিয়েছে। তাই গাজা পরিচলনায় হামাস যদি তাদের নীতিতে পরিবর্তন না আনে, তাহলে জাতীয় মতৈক্যের সরকারের চুক্তি ভেঙে দেওয়া হবে। ফিলিস্তিনের ছায়া সরকারে অন্তর্ভ’ক্ত গাজার ২৭ সহকারী মন্ত্রীকেও তীব্র সমালোচনা করেন তিনি।
ফিলিস্তিনের অন্যতম রাজনৈতিক দল ফাতাহ’র নেতা আব্বাস বলেন, ২০১২ ও ২০০৯ সালের গাজা-সংঘাতের চেয়ে এবার ১০০ গুণ ক্ষতি বেশি হয়েছে। সেখানকার মানুষ নিদারুণ কষ্ট ও দুর্ভোগে রয়েছেন। এ অবস্থায় গাজা পরিচালনায় হামাস তাদের নীতি পরিবর্তন না করলে জাতীয় ঐক্যমতের সরকার ধরে রাখা যাবেনা।
রাজনৈতিক মতাদর্শগত জায়গায় ভিন্নতা থাকলেও চলতি বছরের প্রথম দিকে ফাতাহ ও হামাস মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে। কিন্তু ইহুদীবাদী ইসরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন দাবি করে তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করতে ফাতাহসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানায়।
তথ্যসূত্র : বিবিসি।