ভোলা: ভোলার চরফ্যাশনের ঢালচরের ২টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৫ জেলে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ১টি ট্রলারসহ ৭ জেলে।
শনিবার দিবাগত রাত আড়াইটায় ও রোববার দুপুর সাড়ে ১২টায় এ ট্রলার ২টি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মনিরুল ইসলাম জানান।
জানা যায়, ঢালচরের আ. রহিম মাঝির ১টি মাছ ধরার ট্রলার মাছ ধরতে গিয়ে ১৬ জন জেলেসহ মহিপুরের পূর্ব পার্শ্বে সাগর মোহনায় শনিবার দিবাগত রাত আড়াইটায় ডুবে যায়। এ ঘটনার ১৩ ঘণ্টা পর রোববার বিকাল সাড়ে ৫টায় ডুবে যাওয়া ট্রলারটির ১৬ জেলের মধ্যে আবদুল আলী মাঝি (৫০) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় মহিপুরের সাগর মোহনা থেকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চরফ্যাশনের উত্তর আইচা গ্রামে বলে জানা গেছে।
এছাড়া রোববার দুপুর সাড়ে ১২টায় ঢালচরের পূর্ব পার্শ্বে মেঘনা মোহনায় কালাম মাঝির ডুবে যাওয়া ট্রলারটির নিখোঁজ ৬ জেলেকেই নদীতে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল ৫টায় ডুবে যাওয়া ট্রলারসহ ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে বলে আবুল কালাম মাঝি জানান।
উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে- কালাম মাঝি (৪৫), হিরন (৫০), শাহজাহান (৪৫), আরিফ (১৬), শরীফ (১২) ও জসিম (২৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিপুরে সাগরে ডুবে যাওয়া ঢালচরের আ. রহিম মাঝির ট্রলার ও ১৫ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনিরুল ইসলাম জানান, মহিপুরের সাগরে ডুবে যাওয়া ঢালচরের আ. রহিম মাঝির ট্রলার ও ১৫ জেলে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলার ও জেলেদের উদ্ধারে ট্রলার মালিক আ. রহিম মাঝিসহ তার সহযোগিরা মহিপুর সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্টের পেটি অফিসার মোশারেফ হোসেন’র সঙ্গে আলাপ করলে তিনি জানান, ডুবে যাওয়া ২টি ট্রলারের ১টি উদ্ধার করা হয়েছে। অপর ট্রলারটি মহিপুরের সাগর থেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।