বাংলার খবর২৪.কমডেস্ক : জীবনে অনেক অদ্ভুত আচার-আনুষ্ঠানিকতার কথা শুনেছেন বা দেখেছেন। বাজি ধরে বলতে পারি, ইন্দোনেশিয়ার বিচিত্র এক রীতি ছাড়িয়ে যাবে আপনার আগের সব অভিজ্ঞতাকে! আচার-অনুষ্ঠানটির নাম ‘মাইনেনে’ বা মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান। দেশটির দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের রীতি অনুযায়ী ফি বছর মৃত স্বজনদের কবর থেকে তুলে মরদেহ পরিষ্কার করা।
শুধু পরিষ্কার করেই ক্ষান্ত হন না তারা, মরদেহকে নতুন কাপড় পরিয়ে, যেখানে তিনি মারা গিয়েছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর সোজাপথে আবার ফিরিয়ে আনা হয় কবরে। জানা যায়, মারা যাওয়ার পর বিশেষ উপায়ে তাদের মমি করে সমাহিত করা হয়। মমি করে রাখার ফলেই বহুদিন পর্যন্ত মরদেহ অনেকটা অবিকৃত অবস্থায় থাকে।
এমনকি শিশুদেরও তোলা হয় কবর থেকে। তাদেরকেও বাহারি পোশাকে সাজিয়ে, পুতুলসহ ঘুরিয়ে আনা হয়। প্রতিবছর আগস্ট মাসে চলে এই মরদেহ পরিষ্কারের রীতি। টোরাজানবাসীর বিশ্বাস, এতে করে মৃত ব্যক্তির আত্মা ফের গ্রামে ফিরে আসে।
শিরোনাম :
কবর থেকে মরদেহ উঠিয়ে পরিষ্কার!
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৮২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ