ঢাকা : কোরবানি করার জায়গা নির্ধারণ করে না দিয়ে জনগণের ইচ্ছের ওপর ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর এক জরুরি সভায় মহানগর আহবায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী এ আহ্বান জানান।
আল্লামা কাসেমী বলেন, কোরবানির উত্তম গোস্ত দিয়ে সেদিনের প্রথম আহার করার অধীর আগ্রহে মুমিন বান্দারা যখন অপেক্ষমাণ থাকেন, সে মুহূর্তে যদি কোনো বেদীনদের প্রেতাত্মা কুরবানি বন্ধের সূদুরপ্রসারী প্লান বাস্তবায়নের প্রাথমিক ডোজ “যেখানে সেখানে নয় এক জায়গায় তথা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে কুরবানি অবশ্যই করতে হবে” চাপিয়ে দেওয়া হয়, পূর্ব থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি না করে, তাহলে সেদিন গণমানুষের সামাজিক ও ধর্মীয় অনুভূতির উত্তাল তরঙ্গ জলোচ্ছাস, সাইক্লোন আর সিডরে পরিণত হতে বাধ্য। কারণ এদেশের মানুষ ধর্মান্ধ নয় ধর্মভীরু। ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম পালনে আবেগী এবং অভ্যস্ত।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি বুঝতে চেষ্টা করুন। নতুবা আস্থাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার আশঙ্কাই বেশি।
সভায় আরো বক্তব্য রাখেন- মাও. আবুল কালাম, হাফেজ মাও. আতাউল্লাহ হাফেজ্জী, মাও. আব্দুর রব ইউসুফী, মাও. ইমদাদুল ইসলাম, মাও. আব্দুল কুদ্দুস, মাও. ফজলুল করীম কাসেমী, মাও. বাহাউদ্দীন যাকারিয়া, মাও. আহমদ আলী কাসেমী প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান