ঢাকা: সারাদেশে কোরবানির পশুর হাটগুলো ক্ষমতাসীন দলের লোকজন ইজারা নিয়ে ইচ্ছামতো হাসিল আদায় করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
কোরবানির ঈদের এক সপ্তাহ আগে পশুর হাটগুলো বসার পর রোববার এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে সৈনিক লীগ, বাস্তহারা লীগ, অমুক লীগ-তমুক লীগকে কোরবানির হাট-বাজার ইজারা দিয়েছে।”
ইজারা পাওয়ার পরে তারা হাসিল গত বছরের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বাড়িয়ে দিয়েছে অভিযোগ তুলে রিপন বলেন, “পশুর দাম অনেক বাড়বে। জনগণের ব্যয় বাড়বে। কিন্তু দেশের মানুষকে দুর্ভোগে ফেলার জন্য যা কিছু করা দরকার সরকার তা-ই করেছে।”
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোরবানির হাট নিয়ে ‘নৈরাজ্যের’ চিত্র তুলে ধরে বিএনপি নেতা বলেন, “যত্রতত্র হাট বসানোর বিষয়ে পুলিশের নিষেধাজ্ঞাকে পুঁজি করে শাসক দলের দুর্বৃত্তরা বেপারিদের আনা গরুর ট্রাক নিজেদের কজ্বায় নিয়ে যাচ্ছে।”
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিবর্ষণের নিন্দা জানিয়ে রিপন বলেন, “প্রতিবাদ করতে আসা গ্রামবাসীর উপর পাখি শিকারের মতো গুলি চালিয়ে তাদের হত্যা করা হল। পত্রিকার ছবিতে দেখা গেছে, রাস্তায় তাদের তিনটি দেহ পড়ে রয়েছে। এটা কী স্বাধীন দেশে সম্ভব?
“আমাদের দল এই ঘটনার নিন্দা করে। যারা ওই ঘটনা ঘটিয়েছে, শাসক দলের হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। অহিংস প্রতিবাদকে দমন করার জন্য সরকার সহিংস পন্থা বেছে নিয়েছে।”
সোনাগাজী যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ছাত্রদলের সভাপতি সৈয়দ আলমের বাড়িতে তল্লাশির নামে আইনশৃঙ্খলা বাহিনীর ভাংচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের নিন্দাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান