বরগুনা: বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ৮টি মাছ ধরা ট্রলার ডুবি এবং এক জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, রোববার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ঝড়ের কবলে পরে ৮টি মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে এবং এমাদুল নামে এক জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ এমাদুলের বাড়ী পিরোজপুর জেলার চরখালী গ্রামে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি সোনাই এবং এফবি মান্নান ট্রলার রয়েছে বলে নিশ্চিত করে বলা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান