,ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারীসহ দুই কর্মীকে বরখাস্ত করেছে বিচারক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি। এরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী নাজমুল আহসান এবং স্টোরকিপার রেজাউল করিম।
শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র্যাব যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে ছিলেন রেজাউল।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব পরেশ শর্ম্মা শনিবার রাতে “গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ বিবেচনায় নিয়ে কমিশন স্টোরকিপার রেজাউল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী নাজমুল আহসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। গণমাধ্যমে আসা অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি অনুসন্ধান করবে।”
শনিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
শুক্রবার সকালে আগারগাঁওয়ে ইউজিসি ভবনে অভিযান চালিয়ে রেজাউল করিম ছাড়াও ওমর সিরাজ এবং এবং ঈশান ইমতিয়াজ হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
ওমরই মেডিকেল ভর্তি পরীক্ষা এবং কৃষি ব্যাংক, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার হলে, ‘উত্তরপত্র বিতরণকারী’ চক্রের হোতা বলে দাবি করছে র্যাব।