চট্টগ্রাম : নতুন বেতন কাঠামোয় বৈষম্যের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে ২০টি সরকারি কলেজে দু’দিনের কর্মবিরতির দ্বিতীয় দিন শুরু করেছেন শিক্ষকরা। ফলে কোন প্রকার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
শনিবার থেকে দু’দিনের এ কর্মবিরতি শুরু করে শিক্ষকরা। এ দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে রোববার কর্মবিরতি পালিত হবে।
শিক্ষকরা জানান, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বাতিল করে সরকারি কলেজ শিক্ষকদের সঙ্গে অন্য ক্যাডারের বৈষম্য সৃষ্টির করেছে। তার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
তারা জানান, সারাদেশের ৩০৫টি সরকারি কলেজ, শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান