ঢাকা : রাজধানীতে সকাল থেকেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। ভারি বর্ষণে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগর জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস ও ঈদের আগে এমন বৃষ্টিতে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তীব্র যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসীর জনজীবন। অনেককে সকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা সড়কেই বসে থাকতে হচ্ছে।
সকাল থেকেই থেমে থেমে শুরু হওয়া বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। মতিঝিল, দিলকুশা, নগর, বেইলী রোড, মালিবাগ, মৌচাক, সাতরাস্তা ও ফকিরাপুল এলাকার যাত্রীদের পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তি। কাকরাইল-শান্তিনগর-মগবাজার সড়কের বাসগুলোকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে দেখা গেছে।
বৃষ্টির কারণে মতিঝিল, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড়, প্রেস ক্লাব এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পর্যাপ্ত জনপরিবহন না থাকায় অফিসগামী মানুষদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।
মতিঝিল দিলকুশার কৃষি অধিদফতরের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমি সকাল ৮টায় মিরপুর থেকে রওনা দিয়েছি। ১১টায় মৎস্য ভবন এসেছি। পুরো রাস্তায় তীব্র যানজট। মিরপুরের অনেক জায়গার রাস্তাও ভাঙাচোরা। পরে প্রেস ক্লাব হয়ে হেঁটে অফিসে এসেছি।’
পল্টন মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী সাইফ উদ্দিন বলেন, ‘একদিকে বৃষ্টি অন্যদিকে বাসে পা ফেলার জায়গা নেই। এমন অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা পাচ্ছি না। কি যে কষ্ট হচ্ছে তা আপনাকে বোঝাতে পারব না।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান