ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে ট্যাংক লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের সবজি ব্যবসায়ী আনোয়ার আলী (৩৫) ও জবেদ আলী (৫৫)। আজ রোববার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, একটি পিকআপ ভ্যান আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় একটি যমুনা ওয়েল কোম্পানীর তৈলবাহী ট্যাংক লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালকসহ চার যাত্রী গুরুত্বর আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার জানান আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ লরিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান