ফারুক আহম্মেদ সুজনঃ পুলিশের দুঃখ-কষ্ট বছরের পর বছর ধরে গুমরে কাঁদছে। অব্যাহত বৈষম্য, চরম অবহেলা, মানসিক নিপীড়ন, অব্যক্ত কষ্ট আর যন্ত্রণার অদৃশ্য শৃঙ্খলে আটকে আছে পুলিশের জীবন। তাদের দিন কাটে রাস্তায় রাস্তায়, রাত কাটে নির্দেশের অপেক্ষায়। চাকরিতে যোগদানের পর থেকেই পারিবারিক ও সামাজিক জীবনযাত্রা, যথেচ্ছ চলাচল, আরামের ঘুম সবই হারিয়ে যায়। অধিকাংশ পুলিশ সদস্যকে ১২ থেকে ১৬ ঘণ্টা পhšÍ© ডিউটি করতে হয়। তাদের অবকাশ যাপনের কোনো ব্যবস্থা নেই। একটানা কাজ করতে গিয়ে অনেকের জীবনীশক্তি ক্ষয়ে যায়, রোগবালাই হয়ে ওঠে নিত্যসঙ্গী। সরকারি অন্যান্য সার্ভিসের কর্মচারীরা যখন ছুটিতে পরিবার-পরিজন নিয়ে আনন্দ করেন তখনো পুলিশকে রাস্তায় দাঁড়িয়েই দায়িত্ব পালন করতে হয়। হরতালের সময় পুরো অফিসপাড়ায় যখন ছুটির আমেজ, তখন রায়ট গিয়ার পরে পুলিশকে থাকতে হয় মিছিলের সঙ্গে সঙ্গে। বোমা-গুলির শব্দে সবাই যখন জান-মাল রক্ষায় পালাতে ব্যস্ত, তখনও পুলিশকে ছুটে যেতে হয় বোমা-গুলির চরম ঝুঁকির স্থানে। পুলিশের ঘুমানোর যেমন নির্দিষ্ট সময় নেই, তেমনি আদৌ ঘুমানোর সুযোগ মিলবে কি না তারও নেই নিশ্চয়তা। কয়েক মিনিটে সারতে হয় প্রাকৃতিক কাজ ও প্রাতঃরাশ, এর পরই ছুটতে হয় কর্তব্য পালনে। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত প্রায় অভিন্ন রুটিন বজায় থাকে।অন্তহীন সমস্যায় বেঁচে থাকা : হাজারো সমস্যার বেড়াজালে যুগ যুগ ধরে বন্দী বাংলাদেশ পুলিশ। আবাসন ও যানবাহন সংকট কিছুতেই পিছু ছাড়ছে না। ভাড়া করা ভবন ও অন্যের জমিতে চলছে অধিকাংশ থানা, ফাঁড়ি, বক্স, তদন্ত কেন্দ্রের কার্যক্রম। সেসব স্থাপনায় স্থানাভাবে খুবই ঠাসাঠাসি করে বাস করতে হয় পুলিশ সদস্যদের, চালাতে হয় দাপ্তরিক কর্মকাণ্ড। ছোট ছোট কক্ষকে বানানো হয়েছে অস্ত্রাগার, হাজতখানা ও কার্যালয়। কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙাচোরা। সারা দেশে এ ধরনের সাড়ে চার শতাধিক পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প অরক্ষিত হয়ে আছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় আট হাজার পুলিশ সদস্যের আবাসস্থল রাজারবাগ পুলিশ লাইন্স। সেখানে কোনো পুলিশ সদস্যের জন্য নির্দিষ্ট বিছানা নেই। এক বিছানাতেই পালা করে একাধিক পুলিশ সদস্য থাকতে বাধ্য হন। একজন ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে বাথরুমে গেলেও ফিরে এসে আর বিশ্রামের সুযোগ পান না। ততক্ষণে অপেক্ষমাণ অন্য কোনো পুলিশ সদস্য সেই বিছানায় শুয়ে পড়েন। ছারপোকা আর মশার কামড় তাদের নিত্যসঙ্গী, দিনের বেলায়ও ব্যারাকের রুমে রুমে চলে ইঁদুরের ছোটাছুটি। খাবারের সমস্যা আরও প্রকট। রাজারবাগ লাইন্সে খাবার খেলেও বিল, না খেলেও বিল দিতে হয়। একজন কনস্টেবল নিজেরই একান্ত কথা তুলে ধরে বলেন : 'আমি পুলিশ- প্রজাতন্ত্রের বেতনে জনগণের সেবক। আমার হাত, পা, মুখ বাঁধা-নানা অত্যাচার-নিপীড়ন সহ্য করেও আমার মুখ খুলতে মানা। আমি শ্রম আইনের কথা বলতে পারি না, বলি না ওভারটাইমের কথা। বেতন-ভাতা বৃদ্ধি, নিশ্চিত আবাসন, নূ্যনতম বেঁচে থাকার সুযোগ-সুবিধার কোনো কিছু আমি চাইতে পারি না। গোটা বাংলাদেশ আমার কর্মক্ষেত্র- অর্ধাহারে-অনাহারে অমানবিক জীবন ধারণের কথাও আমি বল‡ত পারি না।'
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান