টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পুলিশ বলছে, পশুবোঝাই ট্রাকের চাপ ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে যানজট বাড়ছে। এ ছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে ঘরমুখো মানুষেরও চাপ রয়েছে।
ঘটনাস্থল থেকে প্রতিনিধি জানান, ২০ কিলোমিটার এলাকায় রাস্তার পাশে প্রায় ৮ /৯টি ফিলিং স্টেশন আছে। হোটেলের সংখ্যাও অনেক। যানবাহনগুলো এসব জায়গায় ঢোকা ও বের হওয়ার সময় যানজট সৃষ্টি হয়।
সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী গাড়িগুলো যানজটে থেমে আছে। আর ঢাকা থেকে চন্দ্রার দিকে থেমে থেমে গাড়ি যাচ্ছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হোসেনের ভাষ্য, পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর রেশ চলে প্রায় সারা দিন। আজও ভোর থেকে যানজট শুরু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান