,ডেস্ক: লিবীয় উপকূল থেকে এবার প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছে । ইতালির কোস্টগার্ড একথা জানিয়েছে। শনিবার ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী এবং ডক্টরস ইউদাউট বর্ডারসের উদ্ধারকর্মীরা কয়েকটি অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ৭০০ শরণার্থীকে উদ্ধার করে। নৌকা, রাবার বোটে চড়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। আলজাজিরা অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ২০টি পৃথক অভিযান চালিয়ে লিবীয় উপকূল থেকে ৪ হাজার ৩৪৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এক নারীকে মৃতাবস্থায় পাওয়া গেছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকর্মীরা।
এ ছাড়া গ্রিসের সহায়তায় পরিচালিত আরেকটি অভিযানের মাধ্যমে লিবীয় উপকূল থেকে ৩৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। একটি জাহাজে তাদেরকে ইতালির একটি বন্দরে পাঠিয়ে দেয়া হয়েছে।
চলতি বছরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক লাখ লোক জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। নৌকাডুবিতে প্রাণ গেছে অসংখ্য মানুষের। তারপরও যাত্রা থেকে নেই।
এর আগে লিবীয় উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএসএফ)।