ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাঁপাসার সীঁমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মোবারক হোসেন (৩৫) ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায়
শনিবার দুপুরে মৃত্যু হয়েছে। মোবারক হোসেন হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
হরিপুর থানার ওসি আকতারজ্জামান ও সংশিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম প্রধান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি ও থানা পুলিশের নিকট মোবারকের লাশ ফেরত ফেরত দেওয়ার কথা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর বুধবার ভোর পৌনে ৪টার দিকে মোবারক হোসেন ও মাঈনুল ইসলাম নামে দুই গরু ব্যবসায়ী উপজেলার চাঁপাসার বিওপি’র ৩৪৬/২১ এর আর পিলার এলাকা দিয়ে ওপারে গরু আনতে সীঁমান্ত পার হওয়ার সময় ভারতীয় ২২ বিএসএফ ব্যাটালিয়নের মাকাড়হাট ক্যাম্পের জোয়নরা গুলি ছুড়লে মোবারক ও মাঈনুল নামে দুইজন গুরুত্ব আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোবারককে বিএসএফ আটক করে সেদেশের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরদিন সকালে পতাকা বৈঠকের মাধ্যমে গুলিবিদ্ধ মোবারক হোসেনকে বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের কাছে ফেরত চাইলেও তাঁরা ফেরত দেয়নি।
অপরদিকে গুলিবিদ্ধ মাঈনুল হোসেনও গত ১৬ সেপ্টেম্বর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই গরু ব্যবসায়ী অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।