মানিকগঞ্জ : আরিচা-কাজিরহাট নৌ-পথের উত্তাল যমুনা নদীতে অবৈধভাবে স্পীডবোট চলাচল শুরু করেছে। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে রয়েছে। স্পীডবোটগুলো একদিকে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে, অপরদিকে লঞ্চ মালিকরা তাদের লঞ্চ ব্যবসায় ধস নামতে পারে বলে আশংকা করছেন। ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা আরিচা জোনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অবৈধভাবে স্পীডবোট চলাচল বন্ধের আবেদন জানিয়েছেন।
লঞ্চ মালিকদের লিখিত অভিযোগে জানা যায়, যমুনা নদীর আরিচা-কাজির হাট নৌ-পথের মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট লঞ্চ ঘাট থেকে কতিপয় ব্যক্তি গত ১৮ সেপ্টেম্বর থেকে অবৈধভাবে স্পীডবোটের মাধ্যমে যাত্রী পারপার শুরু করেছে। যা যাত্রীদের জীবনের জন্য খুবই ঝঁকিপূর্ণ। লঞ্চ ব্যবসায়ীরা আরিচা নদী বন্দর সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত বিআইডব্লিউটিএর যাবতীয় নিয়ম কানুন মেনে লঞ্চ পরিচালনা করে আসছে। বর্তমানে আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ নৌপথে বিআইডব্লিউটিএ অনুমোদিত বৈধ সার্ভে, রেজিষ্ট্রেশন, সময়সূচী অনুযায়ী অভিজ্ঞ চালক দ্বারা ২২টি লঞ্চ চলাচল করছে। এরপর কি কারণে কতিপয় ব্যক্তি অবৈধভাবে স্পীডবোটে জীবনের ঝঁকি নিয়ে যাত্রী পারাপার করছে তা লঞ্চ মালিকদের বোধগম্য নয় বলে তারা জানান। উক্ত নৌ-পথে অবৈধভাবে স্পীডবোট চলাচল বন্ধ করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় আসন্ন ঈদ-উল-আযহায় যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা বিধান কল্পে অবৈধ স্পীডবোট চলাচল বন্ধ করে যথাযথ আইননুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
বন্দর এবং নৌপথের মুল দায়িত্ব বিআইডব্লিউটিএ এবং নদী পথে যাত্রী পারাপারের দায়িত্বে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের। তাদের কোন অনুমতি না নিয়েই কতিপয় দুস্কৃতিকারীরা অবৈধভাবে স্পিডবোট চালাচ্ছে।
আরিচা লঞ্চ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন জানান, এব্যাপারে আরিচা নদী বন্দর এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক বরাবরে একটি আবেদন করা হয়েছে। আরিচা কাজিরহাট নৌরুটে নির্দিষ্ট সংখ্যক লঞ্চ চলাচলে বিআইডব্লিউটিএ অনুমোদিত টাইমটেবল ব্যতিত অন্য কোন অবৈধ নৌযানে যাত্রী পারাপার নিষিদ্ধ। তা সত্ত্বেও স্থানীয় লোকজন সন্ত্রাসী কায়দায় স্পীডবোট এবং ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী তুলে দেয়। ঝুঁকিপুর্ণভাবে যাত্রী বহনের ফলে নৌ দূঘটর্না, ডাকাতিসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে।
বিআইডব্লিউটিএ’র আরিচা বন্দরের সহকারী পরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, স্পিডবোট মালিকরা আমাদের নিকট থেকে কোন রকম অনুমতি নেয়নি। অবৈধভাবে তারা গায়ের জোরে স্পিডবোট চালাচ্ছে। এ ব্যবপারে লঞ্চ মালিকদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।