পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

এই বর্বরতা নজিরবিহীন!

ড.সরদার এম. আনিছুর রহমান : ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ! ঘটনা তথা ভিকটিমের অভিযোগটি যদি সত্য হয়ে থাকে তবে এতে জাতির উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। কেননা, একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজে এ ধরনের ঘটনা যে কোনো জাতির সভ্যতাকে চ্যালেঞ্জর সম্মুখীন করবে। যতদূর জানা যায় তাতে, মানব সভ্যতার ইতিহাসে মধ্যযুগ তথা চরম বর্বরতার সময়েও, এমন কি আইয়্যামে জাহেলিয়াত যুগেও এ ধরনের ঘটনার নজির নেই। ফলে এমন ন্যাক্কারজনক ঘটনায় মানুষের ক্ষোভ ছড়ানোটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভ প্রকাশ তথা প্রতিবাদ করতে গিয়েও প্রাণ গেল গ্রামবাংলার খেটে খাওয়া ৩ সাধারণ নাগরিকের। আরো বেশ কয়েকজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এর আগে আমরা লক্ষ্য করেছি, বাংলা বর্ষবরণে দেশের সবোর্চ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে দিবালোকে নারীদের ইজ্জ্বতহরণ হয়েছে, তখন শহরের শিক্ষিত সভ্য আধুনিক হাজার হাজার মানুষ কিন্তু তা নীরবে দাঁড়িয়ে অবলোকন করেছে! প্রতিবাদে কেউ এগিয়ে আসেনি। এবার টাঙ্গাইলের কালিহাতি এলাকাবাসীর ক্ষেত্রে এমনটি হয়নি। তারা অন্যায়ের কথা শুনে নীরব থাকেনি। তারা প্রতিবাদ করার চেষ্টা করেছে। কিন্তু রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রতি যে নির্মম আচরণ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা নাগরিকদের সাথে রাষ্ট্রের চরম নির্মম ও নিষ্ঠুর আচরণও বটে।

পত্রপত্রিকা পাঠে যা জানলাম তাতে এলাকাবাসীর ভাষ্যমতে, কালিহাতী উপজেলা সদরের রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে পাশের ঘাটাইল উপজেলার আলামীন নামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল এবং কিছুদিন আগে তারা পালিয়ে গিয়ে বিয়েও করে। এরই প্রেক্ষিতে গেল মঙ্গলবার সকালে ওই তরুণ ও তার মাকে আলোচনার কথা বলে নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা। সাতুটিয়ায় এলাকায় তাদের আটকে রেখে ওই তরুণের সামনেই মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা ও তার ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে শুধুমাত্র বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে কালিহাতি থানা পুলিশ। ওই ঘটনায় নির্যাতিত মহিলা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম ও তার সহযোগী ভগ্নিপতি হাফিজকে গ্রেফতার করলেও ওই মহিলাকে যে ধর্ষন করা হয়েছে এটা আমলে নেয়নি পুলিশ। বরং আসামীপক্ষের প্রতি পুলিশের সহানুভুতি জনমনে ক্ষোভ তৈরি করে।

এরই প্রেক্ষিতে শুক্রবার বিকালে ঘটনায় দোষীদের বিচারের দাবীতে স্থানীয় লোকজন বিক্ষোভ বের করে থানা ঘেরাওয়ের চেষ্টা করে। জনতা পুলিশের বাধা অতিক্রম করে থানা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে। জনতাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এতে পুলিশের গুলিতে ৩ জন নিহত, ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয় আরও অর্ধশত।এ ঘটনায় উত্তেজিত জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।

আজ সকালে আমার এক আত্মীয়ের কাছে খোঁজ নিয়ে জানতে পেলাম, এ ঘটনায় কালিহাতীতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, সেখানে র্যা ব, অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ গিয়ে এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করা হয়েছে।

এ ঘটনাটি সরকার ও পুলিশের পক্ষ থেকে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এর দায় তারা এড়াতে পারে না। কেননা, এমন বর্বর ও ন্যাক্কারজনক ঘটনায় জনমনে ক্ষোভ ছড়ানোটাই স্বাভাবিক ছিল। এ ক্ষেত্রে পুলিশ কাঙ্খিত ভুমিকা রাখতে পারেনি। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা একেবারেই অমূলক নয়, কেননা, তাদের অতীতে রেকর্ড খুব একটা আশাপদ নয়। ফলে এই ঘটনার কলেবর বৃদ্ধিতে পুলিশ যে লাঠিচার্জ আর গুলি বর্ষণে জনতার ক্ষোভের আগুণে ঘি ঢেলেছে এতে কোনো সন্দেহ নেই। অথচ পুলিশ জনগণের সেবকের ভুমিকায় থাকলে সহজেই পরিস্থিত মোকাবেলা সম্ভব ছিল। ফলে এই নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পুলিশদের বিচারের আওতায় আনা উচিত।

এই ঘটনা আমাদের গোটা জাতিকে হেয় করেছে বিশ্ববাসীর কাছে। ফলে এঘটনার সাথে জড়িতরা কোন দলের, সেটা বিবেচ্য বিষয় নয়, এরা সমাজের দুর্বৃত্ত, এদের বিচার নিশ্চিত করতেই হবে। আমরা চাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেন ভবিষ্যতে এমন হীন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্যথা আমাদের সমাজের মূল্যবোধের আরো অধপতন ঘটবে। এতে ভেঙ্গে পড়বে আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থা। এ ঘটনায় জড়িতরা চিহ্নিত না হলে, উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গোটা জাতিসহ বিশ্ববাসীর কাছে এক খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়বে আমাদের গোটা সমাজ ব্যবস্থার উপর।

লেখক: শিক্ষা ও সমাজ বিষয়ক গবেষক এবং কলাম লেখক। sarderanis@gmail.com

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

এই বর্বরতা নজিরবিহীন!

আপডেট টাইম : ০৪:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ড.সরদার এম. আনিছুর রহমান : ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ! ঘটনা তথা ভিকটিমের অভিযোগটি যদি সত্য হয়ে থাকে তবে এতে জাতির উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। কেননা, একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজে এ ধরনের ঘটনা যে কোনো জাতির সভ্যতাকে চ্যালেঞ্জর সম্মুখীন করবে। যতদূর জানা যায় তাতে, মানব সভ্যতার ইতিহাসে মধ্যযুগ তথা চরম বর্বরতার সময়েও, এমন কি আইয়্যামে জাহেলিয়াত যুগেও এ ধরনের ঘটনার নজির নেই। ফলে এমন ন্যাক্কারজনক ঘটনায় মানুষের ক্ষোভ ছড়ানোটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভ প্রকাশ তথা প্রতিবাদ করতে গিয়েও প্রাণ গেল গ্রামবাংলার খেটে খাওয়া ৩ সাধারণ নাগরিকের। আরো বেশ কয়েকজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এর আগে আমরা লক্ষ্য করেছি, বাংলা বর্ষবরণে দেশের সবোর্চ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে দিবালোকে নারীদের ইজ্জ্বতহরণ হয়েছে, তখন শহরের শিক্ষিত সভ্য আধুনিক হাজার হাজার মানুষ কিন্তু তা নীরবে দাঁড়িয়ে অবলোকন করেছে! প্রতিবাদে কেউ এগিয়ে আসেনি। এবার টাঙ্গাইলের কালিহাতি এলাকাবাসীর ক্ষেত্রে এমনটি হয়নি। তারা অন্যায়ের কথা শুনে নীরব থাকেনি। তারা প্রতিবাদ করার চেষ্টা করেছে। কিন্তু রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রতি যে নির্মম আচরণ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা নাগরিকদের সাথে রাষ্ট্রের চরম নির্মম ও নিষ্ঠুর আচরণও বটে।

পত্রপত্রিকা পাঠে যা জানলাম তাতে এলাকাবাসীর ভাষ্যমতে, কালিহাতী উপজেলা সদরের রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে পাশের ঘাটাইল উপজেলার আলামীন নামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল এবং কিছুদিন আগে তারা পালিয়ে গিয়ে বিয়েও করে। এরই প্রেক্ষিতে গেল মঙ্গলবার সকালে ওই তরুণ ও তার মাকে আলোচনার কথা বলে নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা। সাতুটিয়ায় এলাকায় তাদের আটকে রেখে ওই তরুণের সামনেই মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা ও তার ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে শুধুমাত্র বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে কালিহাতি থানা পুলিশ। ওই ঘটনায় নির্যাতিত মহিলা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম ও তার সহযোগী ভগ্নিপতি হাফিজকে গ্রেফতার করলেও ওই মহিলাকে যে ধর্ষন করা হয়েছে এটা আমলে নেয়নি পুলিশ। বরং আসামীপক্ষের প্রতি পুলিশের সহানুভুতি জনমনে ক্ষোভ তৈরি করে।

এরই প্রেক্ষিতে শুক্রবার বিকালে ঘটনায় দোষীদের বিচারের দাবীতে স্থানীয় লোকজন বিক্ষোভ বের করে থানা ঘেরাওয়ের চেষ্টা করে। জনতা পুলিশের বাধা অতিক্রম করে থানা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে। জনতাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এতে পুলিশের গুলিতে ৩ জন নিহত, ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয় আরও অর্ধশত।এ ঘটনায় উত্তেজিত জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।

আজ সকালে আমার এক আত্মীয়ের কাছে খোঁজ নিয়ে জানতে পেলাম, এ ঘটনায় কালিহাতীতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, সেখানে র্যা ব, অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ গিয়ে এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করা হয়েছে।

এ ঘটনাটি সরকার ও পুলিশের পক্ষ থেকে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এর দায় তারা এড়াতে পারে না। কেননা, এমন বর্বর ও ন্যাক্কারজনক ঘটনায় জনমনে ক্ষোভ ছড়ানোটাই স্বাভাবিক ছিল। এ ক্ষেত্রে পুলিশ কাঙ্খিত ভুমিকা রাখতে পারেনি। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা একেবারেই অমূলক নয়, কেননা, তাদের অতীতে রেকর্ড খুব একটা আশাপদ নয়। ফলে এই ঘটনার কলেবর বৃদ্ধিতে পুলিশ যে লাঠিচার্জ আর গুলি বর্ষণে জনতার ক্ষোভের আগুণে ঘি ঢেলেছে এতে কোনো সন্দেহ নেই। অথচ পুলিশ জনগণের সেবকের ভুমিকায় থাকলে সহজেই পরিস্থিত মোকাবেলা সম্ভব ছিল। ফলে এই নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পুলিশদের বিচারের আওতায় আনা উচিত।

এই ঘটনা আমাদের গোটা জাতিকে হেয় করেছে বিশ্ববাসীর কাছে। ফলে এঘটনার সাথে জড়িতরা কোন দলের, সেটা বিবেচ্য বিষয় নয়, এরা সমাজের দুর্বৃত্ত, এদের বিচার নিশ্চিত করতেই হবে। আমরা চাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেন ভবিষ্যতে এমন হীন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্যথা আমাদের সমাজের মূল্যবোধের আরো অধপতন ঘটবে। এতে ভেঙ্গে পড়বে আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থা। এ ঘটনায় জড়িতরা চিহ্নিত না হলে, উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গোটা জাতিসহ বিশ্ববাসীর কাছে এক খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়বে আমাদের গোটা সমাজ ব্যবস্থার উপর।

লেখক: শিক্ষা ও সমাজ বিষয়ক গবেষক এবং কলাম লেখক। sarderanis@gmail.com