ফেনী প্রতিনিধি, : ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান পেয়েছে র্যাব-৭ । এ সময় বিভিন্ন সুনামধন্য কোম্পানীর নকল লেভেল, লগো সংবলিত সয়াবিন, সরিষা তৈল ও খালি বোতল উদ্ধার করে ৪ মালিককে বিভিন্ন মেয়াদে জরিমানা সাজা প্রদান করেছে আদালত। আজ শনিবার সন্ধ্যায় ফেনী শহরের তাকিয়া রোডে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এর কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাকিয়া রোডে অভিযান চালিয়ে গ্রামীন ফুড প্যাকেজিং, রাজমুকুট ফুড প্যাকেজিং, জেহাদ ফুড প্যাকেজিং ও চৌধুরী ট্রেডার্সে থেকে ৭০০০ (সাত হাজার) লিটার ভেজাল ভোজ্য সয়াবিন ও সরিষার তৈল, ২০০০০ টি খালি বোতল, ৪০০০ টি কাগজের কার্টুন ও ১,০৫০০০ টি নকল লেভেল (লগো) (ফেমার্স, রাধুনী ও রুপসীচান্দা নামীয় লগো ইত্যাদি) উদ্ধার করেন।
ফেনী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী গ্রামীন ফুড প্যাকেজিং এর মালিক সুবল দেবনাথ (৪৭) ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, চৌধুরী ট্রেডার্সের মালিক মুলকুতের রহমান (৫৭) নগদ ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, রাজমুকুট ফুড প্যাকেজিং এর মালিক মেজবাহ উদ্দিন (২১) (তিন) মাস এবং জেহাদ ফুড প্যাকেজিং এর ম্যানেজার মোঃ ইমাম হোসেন তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উদ্ধারকৃত যাবতীয় মালামাল সমূহ ফেনী জেলা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী ও মোঃ জানে আলম এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে । গ্রেফতাকৃত আসামীদেরকে ফেনী জেলা কারাগারে হস্তুাস্তুর করা হয়েছে ।
ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান : ৪ জনের জরিমানা ও সাজা